Showing posts with label ইউটিউব নিউজ. Show all posts
Showing posts with label ইউটিউব নিউজ. Show all posts

২ মিলিয়ন সাবস্ক্রাইবার পুর্ণ করলেন তৌহিদ আফ্রিদি

২ মিলিয়ন সাবস্ক্রাইবার পুর্ণ করলেন তৌহিদ আফ্রিদি

২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখ সাবস্ক্রাইবার পার করলেন তৌহিদ আফ্রিদি। আজ ২৬ জুন, ২০১৯ তারিখে তাঁর চ্যানেল এই মাইলস্টোন অর্জন করে। ২০১৫-২০১৯ এই কয়েক বছরেই তিনি ২ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে সক্ষম হন।

বাংলাদেশের প্রথম ইউটিউবার হিসেবে তিনি ২ মিলিয়ন সাবস্ক্রাইবার পুর্ণ করলেন।

তৌহিদ আফ্রিদি কোয়াকাটায় তাঁর নতুন নাটক বরিশাইল্লা মনু ৪ এর শুটিং এর কাজে ব্যাস্ত ছিলেন। পরে ঢাকায় তাঁর মাইটিভির অফিসে আসার পরেই তাকে তাঁর টিএ ফ্যামিলির মেম্বাররা সারপ্রাইজ দেয় এবং সবাই মিলে তখন ২ মিলিয়ন সাবস্ক্রাইবার উদযাপন করে। এ সময় তাঁর টিএ ফ্যামিলির মেম্বারগণ হায়াত মাহমুদ রাহাত, জাকারিয়া, সীমান্ত, ফয়সাল, পিয়াল, নিরব মেহরাজ, পিয়াস সকলেই উপস্তিত ছিলেন। তাঁর অফিস পুরোটাই ছিলো সাজানো এবং সবাই মেতে ছিলো হই হুল্লোড়ে।

তৌহিদি আফ্রিদির ২ মিলিয়ন সাবস্ক্রাইবার উদযাপনের সময় তিনি সবার আগে তাঁর মা-বাবা কে ধন্যবাদ জানান এবং তিনি বলেন "তিনি যদি শো অফ করেন এবং তাঁর এই শো অফে যদি অন্য কারো উপকার হয় তাহলে তিনি অবশ্যই শো অফ করবেন"। সবশেষে তিনি তাঁর সাবস্ক্রাইবার ও ফ্যানদের এবং তাঁর টিএ ফ্যামিলির মেম্বারগণকে ধন্যবাদ জানান।

আসছে ২৮ জুন, শুক্রবার রাত দশটায় তাঁর চ্যানেলে বরিশাইল্লা মনু ৪ নাটকটি আপলোড করা হবে।

তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে যেতে এখানে ক্লিক করুন