Showing posts with label চ্যানেল কাস্টমাইজেশন. Show all posts
Showing posts with label চ্যানেল কাস্টমাইজেশন. Show all posts

জিমেইল একাউন্ট ও গুগল একাউন্ট খোলার পদ্ধতি

জিমেইল একাউন্ট ও গুগল একাউন্ট খোলার পদ্ধতি
জিমেইল একাউন্ট খোলার নিয়ম

জিমেইল একাউন্ট খোলা খুবই সহজ। মাত্র কয়েক মিনিটেই একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট খোলা যায়। এই পোস্টে gmail account খোলার নিয়ম বা google account খোলার নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই পোস্টটি পড়ে আপনি সহজেই একটি জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন।
এই পোস্ট থেকে যা জানতে পারবেন
  • ইমেইল একাউন্ট কী?
  • জিমেইল একাউন্ট কী?
  • জিমেইল বা গুগল একাউন্ট দিয়ে যা যা করা যায়
  • জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট খোলার নিয়ম

ইমেইল একাউন্ট কী?

ইমেইল এর পুর্ণরুপ হচ্ছে ইলেক্ট্রনিক মেইল। সোজা কথায়, ডিজিটাল পদ্ধতিতে চিঠি প্রেরণের  উপায়ই হচ্ছে ইমেইল। তবে এখন ইমেইলের ব্যাবহার শুধুমাত্র চিঠি বা বার্তা পাঠানোর মধ্যেই  সীমাবদ্ধ নয়। বর্তমানে অনেক গুরুত্তপুর্ণ কাজে ইমেইল একাউন্টের প্রয়োজন হয়। গুগল, ইয়াহু,  মাইক্রোসফট ইত্যাদি প্রতিষ্টান মেইল সার্ভিস প্রদান করে থাকে। তবে গুগলের মেইল সার্ভিস  প্রদানকারী প্রতিষ্টান জিমেইল সবচেয়ে জনপ্রিয়। একটি ইমেইল একাউন্ট খোলার পরে ঐ ইমেইল  একাউন্টের একটি ইমেইল এড্রেস থাকে যে এড্রেসে অন্য কেউ ইমেইল পাঠায়। ইমেইল এড্রেসের  সাধারণ গঠনঃ ব্যাবহারকারীর নাম@সার্ভিস প্রদানকারী প্রতিষ্টানের নাম। যেমনঃ  youtubeinfo.net@gmail.com, youtubeinfo.net@yahoo.com, youtubeinfo.net@hotmail.com। তবে  ব্যাবহারকারীর নাম ও মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্টানের নাম ইংরেজিতে হতে হবে।

জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট তৈরির সুবিধা

জিমেইল হচ্ছে গুগলের একটি মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্টান। জিমেইল একাউন্ট বা গুগল  একাউন্ট তৈরির সুবিধা অনেক। এ একাউন্টের মাধ্যমে অনেক কিছু করা যায়। গুগলের বিভিন্ন  সার্ভিস বা সেবা গ্রহণের জন্য জিমেইল একাউন্টের প্রয়োজন হয়।

গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট দিয়ে যা করা যায়

  • ইউটিউব চ্যানেল তৈরি করা যায়
  • গুগল ড্রাইভে ফাইল সংরক্ষণ করা যায়
  • গুগল প্লে স্টোর থেকে গেমস ও এপস ডাউনলোড করা যায়
  • ব্লগারে ওয়েবসাইট খোলা যায়
  • গুগল এডসেন্স একাউন্ট তৈরি করা যায়
উপরোক্ত কাজগুলো এবং গুগলের আরও বিভিন্ন সেবা গ্রহণের জন্য জিমেইল একাউন্ট খোলা  অবশ্যই প্রয়োজন।

জিমেইল বা গুগল একাউন্ট খোলার পদ্ধতি

এখন আমরা gmail account খোলার নিয়ম দেখব। নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য এখানে  ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের ছবির মতো একটি উইন্ডো আসবে।
নতুন জিমেইল একাউন্ট তৈরির ফর্ম

এবার নিচের ধাপগুলো অনুসরণ করে নতুন একটি জিমেইল একাউন্ট তৈরি করে ফেলুন।


ধাপ-১

নিচের ছবিতে দেখানো প্রথম বক্সে আপনার প্রথম নাম এবং দ্বিতীয় বক্সে আপনার শেষ নাম দিন।  অর্থাৎ আপনার পুরোনামটি ঐ দুটি বক্সে লিখবেন। মানে ঐ দুটি বক্সে যা লিখবেন তা মিলে যেন  আপনার পুরো নাম হয়। ধরুন, আপনার নাম Shakib Al Hasan । এখন প্রথম বক্সে Shakib এবং  দ্বিতীয় বক্সে Al hasan লিখবেন।

জিমেইল একাউন্ট তৈরির প্রথম ধাপ-১ঃ নাম

ধাপ-২

বার আপনি যদি নতুন একটি জিমেইল এড্রেস খুলতে চান তাহলে উপরের বর্ণিত নিয়ম অনুযায়ী  নতুন একটি জিমেইল এড্রেস দিন নিচের বক্সে।

জিমেইল একাউন্ট খোলার নিয়ম ধাপ-২ঃ ইমেইল এড্রেস ইউজারনেম দেওয়া

তবে এখানে শুধু নাম (ইউজারনেম) দিবেন। অর্থাৎ shakibalhasan এরকম দিবেন,  shakibalhasan@gmail.com এরকম দিবেন না। যদি ইমেইল এড্রেস দিতে সমস্যা হয় তাহলে উপরে  ইমেইল একাউন্ট কী এই অংশটুকু পড়ে নিন। আপনার দেয়া নাম যদি ব্যাবহার করা হয়ে যায়  তাহলে  নিচের ছবির মতো লেখা আসবে। তখন আপনাকে এমন একটি নাম দিতে হবে যেটি আগে  ব্যাবহার করা হয়নি। যতক্ষণ ইমেইল এড্রেসের ব্যাবহারকারীর নাম সঠিক হচ্ছে না ততক্ষণ চেস্টা  করতে থাকুন।


ইউজারনেম ব্যাবহার হয়ে গেলে এরর

আর যদি আপনার আগে তৈরি করা কোন ইমেইল এড্রেস দিয়ে গুগল একাউন্ট তৈরী করতে চান  তাহলে Use my current email address instead লেখায় বা নিচের ছবিতে দেখানো লেখায় ক্লিক  করবেন।


পুর্বে তৈরি করা ইমেইল দিয়ে গুগল একাউন্ট তৈরির ধাপ

তারপরে এরকম আসবে এখানে আপনার আগে তৈরি করা কোন ইমেইল এড্রেসটি দিবেন।


এখানে সেই ইমেইল এড্রেস দেওয়া

ধাপ-৩

নিচের দেখানো বক্স দুটির প্রথম বক্সে আপনার নতুন জিমেইল বা গুগল একাউন্টের জন্য পাসওয়ার্ড  দিন। দ্বিতীয় বক্সেও প্রথম বক্সে দেওয়া একই পাসওয়ার্ড দিন। পাসোয়ার্ড বর্ণ, সংখ্যা এবং চিহ্নের  সমন্বয়ে কমপক্ষে আটটির হতে হবে।

জিমেইল একাউন্ট খোলার নিয়ম ধাপ-৩ঃ পাসওয়ার্ড
নিচের ছবিতে দেখানো যায়গায় ক্লিক করে আপনার দেওয়া পাসোয়ার্ড চাইলে দেখে নিতে পারেন।

গুগল একাউন্ট খোলার নিয়ম ধাপ-৩ঃ পাসওয়ার্ড দেখা

ধাপ-৪

এবারে Next লেখায় ক্লিক করতে হবে।

জিমেইল একাউন্ট খোলার নিয়ম ধাপ-৪

Next লেখায় ক্লিক করার পরে নিচের ছবির মতো দেখাবে।


ধাপঃ৪

ধাপ-৫

Phone number (optional) লেখা প্রথম বক্সে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার (সিম নাম্বার) দিবেন। এই  ফোন নাম্বার দিয়ে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে ঐ একাউন্টটি পুনরুদ্ধার করা যাবে।

জিমেইল একাউন্ট খোলার নিয়ম ধাপঃ ৫
Recovery email address (optional) লেখা দ্বিতীয় বক্সে পুনরুদ্ধার করার জন্য ইমেইল এড্রেস দিতে  হবে। অর্থাৎ যদি আপনি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে ঐ একাউন্টটি  পুনরুদ্ধার করার জন্য দ্বিতীয় বক্সে দেওয়া ইমেইল এড্রেস দিয়ে পুনরুদ্ধার করতে হবে।

ধাপ-৫ঃ রিকোভারি ইমেইল এড্রেস দেওয়া

উপরের বক্স দুটিতে ফোন নাম্বার ও একাউন্ট পুনরুদ্ধারের জন্য ইমেইল এড্রেস না দিলেও চলবে।  তবে জিমেইল একাউন্ট পুনরুদ্ধারের জন্য এই দুটি তথ্য দেওয়া প্রয়োজন।


ধাপ-৬

এই তিনটি বক্সে আপনার জন্ম তারিখ দিতে হবে। প্রথমটি আপনার জন্মদিন, দ্বিতীয়টিতে মাস এবং  তৃতীয়টিতে জন্ম সাল দিতে হবে।

জিমেইল একাউন্ট খোলার নিয়ম ধাপঃ৬

ধাপ-৭

এখানে আপনার লিঙ্গ দিতে হবে। এই বক্সে ক্লিক করে আপনি পুরুষ হলে Male, মহিলা হলে Female  এ ক্লিক করবেন।

গুগল একাউন্ট খোলার নিয়ম ধাপ-৭ঃ লিঙ্গ

এবার Next এ ক্লিক করবেন।


ধাপ-৭


ধাপ-৮

ধাপ-৫ এ দেয়া আপনার ফোন নাম্বার ভেরিফাই ( যাচাই) করতে চাইলে Send এ ক্লিক করবেন। আর  ভেরিফাই করতে না চাইলে Not now এ ক্লিক করবেন।

gmail account খোলার নিয়ম ধাপঃ৮


Send এ ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে যাচাইকরণ কোড আসবে। এই  ৬ সংখ্যার যাচাইকরণ কোড Enter verification code লেখায় যায়গায় দিন। তারপরে Verify লেখায়  ক্লিক করবেন। আর যদি কলের মাধ্যামে যাচাইকরণ কোড পেতে চান তাহলে Call instead লেখায়  ক্লিক করবেন। Call instead লেখায় ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি কল আসবে যেখানে  যাচাইকরণ কোড বলবে।


ধাপঃ৮

 ধাপ-৯

 Verify এ ক্লিক করার পরে Yes, I'm in অথবা Skip এ ক্লিক করবেন।

জিমেইল একাউন্ট খোলার নিয়ম ধাপ-৯


 এবার নিচের ছবির মতো আসবে। এগুলো টার্মস এন্ড কন্ডিশন্স। আপনি চাইলে এগুলো পড়ে নিতে   পারেন।

ধাপ-৯

 এবার স্ক্রল ডাউন করে করে টার্মস এন্ড কন্ডিশন এর একেবারে নিচে আসতে হবে এবং I agree তে   ক্লিক করতে হবে। আপনার জিমেইল একাউন্ট তৈরির কাজ সম্পন্ন করার জন্যে অবশ্যই I agree তে   ক্লিক করতে হবে, Cancel এ ক্লিক করবেন না।

গুগল একাউন্ট খোলার নিয়ম- ধাপঃ৯


I agree তে ক্লিক করার পরে নতুন একটি পেজে নিয়ে যাবে এবং আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।

আশা করি এই ব্লগটি সম্পুর্ণ পড়ার পরে আপনি নতুন একটি জিমেইল একাউন্ট তৈরি   করতে সক্ষম হবেন। আর যদি আপনি নতুন জিমেইল একাউন্ট তৈরিতে ব্যার্থ হন বা এই  ব্লগের কোন অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন।